পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে দুই সন্ত্রাসী—পল্লবীর চিহ্নিত অপরাধী পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং সুজনকে—গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর সাভার ও টঙ্গী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।
হত্যার বিবরণ
গত সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনজন মুখোশধারী ও হেলমেট পরা সন্ত্রাসী মিরপুর-১২ এর বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলের আশপাশে আতঙ্কের সৃষ্টি হয়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশায় উঠে দ্রুত স্থান ত্যাগ করতে চাইলে চালক আরিফ হোসেন (১৮) দ্রুতগতিতে গাড়ি না চালালে তাকে কোমরে গুলি করে তারা। গুরুতর আহত অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের হাতে একজন আটক
হত্যাকাণ্ডের সময়ই স্থানীয় লোকজন জনি ভূঁইয়া (২৫) নামের একজনকে ধাওয়া করে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানায় নেওয়া হয়।
হত্যা মামলা ও আসামিদের তালিকা
পরদিন মঙ্গলবার (১৮ নভেম্বর) নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন—
- জনি ভূঁইয়া (২৫) – ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক
- পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০)
- সোহাগ ওরফে কালু (২৭)
- মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮)
- রোকন (৩০)
এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭–৮ জনকে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
তদন্ত অব্যাহত
পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে। একইসঙ্গে র্যাব-৪ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ, পরিকল্পনা ও অন্য সহযোগীদের খোঁজে কাজ করছে।
সূত্র ঃ ডেস্ক প্রতিবেদন