ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার, স্লেজিং ও বুলিং–সংক্রান্ত উত্তেজনা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের এলাকায়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস—বিজয় ৭১ ও শঙ্খনীল—ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে পুরো এলাকা অস্থির হয়ে ওঠে শিক্ষার্থীদের ছুটোছুটি আর চিৎকারে।
মাত্র এক মাস আগে দুই কলেজের মধ্যে উত্তেজনা নিরসনে অনুষ্ঠিত ‘শান্তি চুক্তি’ দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল। নিউমার্কেট থানার মধ্যস্থতায় অনুষ্ঠিত সেই বৈঠকে দুই কলেজের শিক্ষার্থীরা একে অন্যকে গোলাপ দিয়ে বরণ করে নেয়, মুখে ছিল বন্ধুত্ব ও সহমর্মিতার অঙ্গীকার। উপস্থিত ছিলেন দুই কলেজের অধ্যক্ষ–শিক্ষক এবং পুলিশ কর্মকর্তারা।
কিন্তু প্রতীকী সেই বন্ধুত্ব এক মাসও স্থায়ী হলো না। আজ আবারও হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই কলেজের শিক্ষার্থীরা, ভেঙে পড়ল ‘গোলাপ–বন্ধনের’ প্রতিশ্রুতি।