চোট–জটিলতা, দীর্ঘ পুনর্বাসন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে অ্যাশেজে ফিরছেন প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্টের স্কোয়াড ঘোষণার আগেই তাঁর ফেরার ইঙ্গিত পাওয়া গেলেও আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আনুষ্ঠানিক ঘোষণায় সেটি নিশ্চিত হলো। ১৫ সদস্যের দলে কামিন্সই একমাত্র নতুন সংযোজন।
পার্থ ও ব্রিসবেনে টানা দুই টেস্টে ৮ উইকেটের জয় তুলে নিয়ে ইতোমধ্যে ২–০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে। নেতৃত্বে ফেরায় এবার কামিন্সকেই আবার ব্যাগি গ্রিনের অধিনায়ক হিসেবে টস করতে দেখা যাবে।
চোট কাটিয়ে কামিন্সের প্রত্যাবর্তন
এ বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর চোটে পড়ে মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স। তাঁর অনুপস্থিতিতে অ্যাশেজের প্রথম দুই টেস্টে নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ। তবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়ে দিলেন,
“সে এখন মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।”

খাজা ফিরেছেন, ওপেনিং পজিশনে ধোঁয়াশা
পিঠের চোটে ব্রিসবেন টেস্ট মিস করা উসমান খাজা দলে টিকে গেছেন। তাঁর অনুপস্থিতিতে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন ট্রাভিস হেড এবং জ্যাক ওয়েদারল্ড।
অ্যাডিলেডে হেড আবার ওপেন করলে খাজাকে হয়তো ব্যাটিং অর্ডারে নিচে দেখা যেতে পারে।
গ্যাবায় চার পেসারের দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার নাথান লায়নের—১২ বছর পর প্রথমবার ঘরের মাঠে ডাগআউটেই থাকতে হয়েছিল তাঁকে।
অ্যাডিলেডের উইকেট যদি স্পিন সহায়ক হয়, তবে কামিন্স–স্টার্কের সঙ্গে লায়নের একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে স্কট বোল্যান্ড, মাইকেল নেসার এবং ব্রেন্ডন ডগেট—এই তিন পেসারের মধ্যে একজন পাবেন জায়গা।

অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, উসমান খাজা, ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, মিচেল স্টার্ক, নাথান লায়ন, মাইকেল নেসার, বো ওয়েবস্টার, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট।