রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে হালকা কম্পনটি অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে, আর রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৮ কিলোমিটার উত্তর–পূর্বে।

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।