বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যতিক্রমধর্মী ‘রিল মেকিং’ প্রতিযোগিতা আয়োজন করেছে বিএনপি। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার বিশেষ সুযোগ।
বুধবার গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, এই প্রতিযোগিতায় সেরা ১০ জন অংশগ্রহণকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সরাসরি আলাপচারিতার সুযোগ পাবেন। বিজয়ী নির্ধারণ করা হবে ৩০ শতাংশ জনমত এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে।
মাহদী আমিন বলেন, প্রতিযোগিতাটি আজ থেকেই শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। দেশে ও বিদেশে অবস্থানরত যেকোনো বয়সের প্রতিযোগী এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের এক মিনিটের একটি রিল তৈরি করে বিএনপির ফেসবুক পেজে নির্ধারিত ইভেন্টে পোস্ট করতে হবে।
প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে রাখা হয়েছে কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ও সমসাময়িক জাতীয় ইস্যু। মাহদী আমিন জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরা এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের সুযোগ সৃষ্টি করা।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও জিয়া উদ্দিন হায়দার, চেয়ারপারসনের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।