অ্যাশেজে অস্ট্রেলিয়ার আধিপত্য অব্যাহত। পার্থে দুই দিনেই হারের পর ব্রিসবেনেও ঘুরে দাঁড়াতে পারল না ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়ে সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ল বেন স্টোকসের দল।

ব্রিসবেনে প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে শক্তিশালী ব্যাটিং প্রদর্শন করে অস্ট্রেলিয়া তোলে ৫১১ রান। ফলে ১৭৭ রানের বিশাল লিড নিয়ে স্বাগতিকরা মাঠ ছাড়ে।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইংলিশরা থামে মাত্র ২৪১ রানে। তৃতীয় দিনের খেলা শেষ হয়েছিল ৬ উইকেটে ১৩৪ রানে, ক্রিজে ছিলেন বেন স্টোকস ও উইল জ্যাকস।
চতুর্থ দিনে সতর্ক শুরু করলেও ২২৪ রানে উইল জ্যাকসকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেকথ্রু এনে দেন মাইকেল নেসার। ৯২ বলে ৪১ রান করেন জ্যাকস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। একমাত্র লড়াই করে ফিফটি তুলে নেন স্টোকস (৫০)। অস্ট্রেলিয়ার নেসার একাই নেন ৫ উইকেট।

৬৫ রানের সহজ লক্ষ্য নিয়ে মাঠে নেমে আগ্রাসী সূচনা করেন ওপেনার ট্রাভিস হেড। জ্যাক ওয়েদারল্যান্ডকে সঙ্গে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন তিনি। যদিও দ্রুতই হেড (২২) এবং লেবুশানে (৩) সাজঘরে ফেরেন।
তবে এরপর আর কোনো ঝুঁকি নেননি ওয়েদারল্যান্ড ও স্টিভেন স্মিথ। দুজনই অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন সহজ জয়ে। স্মিথ ৯ বলে ২৩* এবং ওয়েদারল্যান্ড ২৩ বলে ১৭* রান করেন। ইংল্যান্ডের হয়ে গ্যাস আটকিনসন নেন ২ উইকেট।

অ্যাশেজে এখন ২–০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে হলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে ইংল্যান্ডকে।