মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্তকে সরকারি আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি সতর্ক করেছেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণবিধি ভঙ্গের শামিল। এ জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। সরকার তার অবস্থান খুবই স্পষ্ট করেছে।”

তিনি শিক্ষকদের দাবি প্রসঙ্গে বলেন, বার্ষিক পরীক্ষার সময় নানা স্কুলে পরীক্ষা চলছে বা শুরু হতে যাচ্ছে—এ অবস্থায় দাবি আদায়ে ছাত্রছাত্রীদের ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা চরম অনৈতিক। নবম গ্রেডে উন্নীত হওয়ার দাবি অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁরা জানতেন দশম গ্রেডেই থাকতে হবে। নবম গ্রেডে বিসিএস অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা যোগ দেন—এটি একটি আন্তমন্ত্রণালয় বিষয়, যাকে ব্যক্তিগত দাবিতে বদলানো যায় না।
সি আর আবরার বলেন, “আমরা তাঁদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি। আগামীকাল (মঙ্গলবার) থেকেই পরীক্ষা নিতে হবে। অন্যথায় সরকারি কর্মচারী হিসেবে বিধি লঙ্ঘনের শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে।”
তিনি আরও জানান, জেলা প্রশাসনগুলোর সঙ্গে আলোচনা করে জানা গেছে—শিক্ষার্থী ও অভিভাবকেরা পরীক্ষায় বসতে আগ্রহী। একাংশের অনীহা ছাড়া সামগ্রিকভাবে পরীক্ষার পরিবেশ প্রস্তুত। উপদেষ্টার নির্দেশ, “শিক্ষকেরা আগামীকাল পরীক্ষা নেবেন। তা না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।”