বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন—সাকিব আল হাসান। রাজনৈতিক অস্থিরতা ও পরবর্তী পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে থাকা এ সাবেক অধিনায়ককে নিয়ে অনেকেরই ধারণা, বাংলাদেশের জার্সিতে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। তবে নিজেই জানালেন ভিন্ন কথা—এখনো আশা ধরে রেখেছেন তিনি, দেশের হয়ে আবারও মাঠে নামতে চান পূর্ণ উদ্যমে।
রোববার দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হাশিম আমলার ইউটিউব পডকাস্ট ‘বিয়ার্ড বিফোর উইকেট’–এ সাকিব খোলামেলা বলেন নিজের স্বপ্নের কথা। তিনি জানান, বিদায় জানানোর আগে বাংলাদেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ—টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—খেলতে চান।
আন্তর্জাতিক ক্রিকেটে আরেকবার সুযোগের আশায় সাকিব
সাকিব বলেন,
“আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়া। তিন সংস্করণকেই এক সঙ্গে বিদায় জানাতে চাই—ক্রমটা যাই হোক, সমস্যা নেই।”
২০২৪ সালে ভারত সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরবর্তী সময় তাঁর দল থেকে ছিটকে যাওয়ার পেছনে ভূমিকা রাখে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত শেষ টেস্টে খেলতে চাইলেও বিসিবি তাঁকে দলে নেয়নি।

দেশে ফেরার আশায় বিদেশি লিগে খেলা
ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও সাকিব নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল–টি–টোয়েন্টি খেলছেন তিনি।
সাকিবের ব্যাখ্যা,
“দেশের হয়ে খেলার মতো ফিট থাকতে চাই বলেই এসব লিগে নিয়মিত খেলছি। এটিই আমার স্বপ্ন।”
সমর্থকদের সামনে শেষবার
দেশের দর্শক–সমর্থকদের সামনে বিদায় বলাই তাঁর সবচেয়ে বড় ইচ্ছা।
সাকিবের ভাষায়,
“সমর্থকরা সবসময় আমার পাশে ছিলেন। তাই দেশের মাঠেই তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এই অধ্যায়ের ইতি টানতে চাই।”
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এই অলরাউন্ডার আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কি না—তা নির্ভর করছে নানা পরিস্থিতির ওপর। তবে সাকিব নিজে এখনো স্বপ্ন দেখছেন দেশের হয়ে শেষ নৃত্যটির।