জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অমূল্য দুই পয়েন্ট হারানোয় লা লিগার শীর্ষস্থান ফিরে পেয়েছে বার্সেলোনা। কিন্তু ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনা জমিয়েছে রদ্রিগোকে ঘিরে হওয়া বিতর্কিত পেনাল্টি মুহূর্ত ও ভিএআরের সিদ্ধান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জাবি আলোনসো স্পষ্ট জানিয়ে দেন—এই সিদ্ধান্তের বিচ্যুতি তাদের খেলায় ছন্দপতনের অন্যতম কারণ।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রিয়াল। ডিফেন্স লাইনের সামান্য ভুলে ৪৫তম মিনিটে উনাহির গোলে পিছিয়ে যায় দলটি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আলোনসো মনে করেন, নির্ভুলতার ঘাটতি দলের এগিয়ে যেতে দেয়নি। তিনি বলেন,
“দ্বিতীয়ার্ধে উন্নতি করেছি আমরা। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে না পারাটা বিশ্লেষণ করা জরুরি।”

ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত রদ্রিগোর বক্সে পড়ে যাওয়া। রিয়ালের খেলোয়াড়রা জোরালো পেনাল্টি দাবি করলেও ভিএআরে কোনো রিভিউ হয়নি। সেই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ ঝরালেন আলোনসো:
“রদ্রিগোর ঘটনাটি কেন ভিএআরে যাচাই হলো না—এটা অবাক করে। মুহূর্তটি পুরো ম্যাচই বদলে দিতে পারত। ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও সেটা হয়নি।”
তিন ম্যাচ ধরে জয়হীন রিয়াল এখন চাপে। তবে খেলোয়াড়দের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আলোনসো বলেন,
“দোষারোপ নয়। আমাদের ঐক্য ধরে রাখতে হবে এবং সৎভাবে নিজেদের ভুল খুঁজে বের করতে হবে। সামনে অ্যাওয়ে ম্যাচ আছে—বিলবাওতে জিতলে পরিস্থিতি বদলে যেতে পারে। লিগ এখনো অনেক বাকি।”
দ্বিতীয়ার্ধে কিছুটা দাপট দেখিয়ে ৬৫ মিনিটে রিয়াল সমতায় ফেরে। বক্সে ভিনিসিয়ুসকে ফাউলের পর ভিএআরের সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। তবে এরপর আর লিড নিতে না পারায় দুই পয়েন্ট হারিয়ে শীর্ষস্থানটিও হাতছাড়া হয় রিয়ালের।