প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আবারও তাঁর স্বভাবসুলভ নাটকীয়তায় বিশ্বকে চমকে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্সের সাম্প্রতিক পর্বে অংশ নিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সেখানে বছরের শেষ নাগাদ টেসলার উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ প্রদর্শন করার কথা বলেছেন।
অবশ্য ইলন মাস্কের কাছে উড়ন্ত গাড়ির ধারণা নতুন নয়। অন্তত এক দশক আগে থেকে মাস্ক এমন পরিকল্পনার কথা বলছেন। মঙ্গল গ্রহে বসতি গড়া কিংবা হাইপারলুপ ট্রেন চালুর মতো তাঁর উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প উড়ন্ত গাড়ি। এই গাড়ির প্রতিশ্রুতি বরাবরের মতো ‘শিগগিরই’ আর ‘একদিন না একদিন’ আসবেই মনে হচ্ছে। পডকাস্টে আলোচনার সূত্রপাত হয় টেসলার দ্বিতীয় প্রজন্মের রোডস্টার গাড়ি নিয়ে। ২০০৮ থেকে ২০১২ সালে তৈরি প্রথম রোডস্টারের পর নতুন সংস্করণ ২০২০ সালে বাজারে আসার কথা ছিল। অন্য সব ঘোষণার মতোই সেই গাড়ি আসি আসি করে ‘আগামী বছর’ আসবে বলছেন ইলন মাস্ক। জো রোগানের প্রশ্নের উত্তরে ইলন মাস্ক বলেন, ‘প্রোটোটাইপ প্রদর্শনের জন্য আমরা প্রায় প্রস্তুত। এই প্রদর্শনী হবে এমন কিছু, যা মানুষ কোনোভাবেই ভুলবে না।’ উপস্থাপক রোগান আরও জানতে চান, কীভাবে তা অবিস্মরণীয় হবে। মাস্ক সংক্ষিপ্ত মন্তব্যে জানান, ‘ভালো হোক বা খারাপ। এটি স্মরণীয় হবেই।’