বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি জানান, দলের নিয়মিত বৈঠকের মতোই এদিনও স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে নতুন করে আলোচনা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন দলের ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন—এ কথাও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে।