বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে দেশে একটি ভুল ধারণা চালু রাখা হয়েছে—“আমি ভালো, আর সবাই খারাপ।” আওয়ামী লীগ আমলের এই প্রচার এখনো অব্যাহত রয়েছে। তিনি মনে করেন, ৫ ডিসেম্বরের পরও সেই মানসিকতার পরিবর্তন দেখা যায়নি, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ছাত্রদলের দেশের বিভিন্ন অঞ্চলের ৭৫টি ইউনিট থেকে এক হাজারের বেশি নেতা অংশ নেন।
কারও নাম উল্লেখ না করলেও বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করেন তারেক রহমান। তিনি বলেন,
“আমি ভালো আর সব খারাপ—এ রকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে। দুঃখজনকভাবে হলেও ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, অত্যন্ত জরুরি।”

তারেক রহমান বলেন,
“বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মত দেবে, মতামত প্রকাশের অধিকার তার রয়েছে। কিন্তু একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ—এ ধরনের দৃষ্টিভঙ্গি কখনোই কাম্য নয়।”
তিনি আরও বলেন, এই একচোখা ধারণা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে।
“এই ধারণার পরিবর্তন জরুরি। কারণ একজন বিশেষ কেউ ভালো, বাকিরা খারাপ—এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।”তারেক রহমানের বক্তব্যে রাজনৈতিক পরিমণ্ডলে বহুত্ববাদ, ভিন্নমত এবং দলগুলোর সমান মূল্যায়নের গুরুত্ব নতুন করে উঠে এসেছে।