বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। লন্ডনে দীর্ঘদিন অবস্থানের পর দেশে ফেরার এই সিদ্ধান্তের কথা তিনি নিজেই জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত ওই সভায় ভার্চ্যুয়ালি নয়, সরাসরি বক্তব্যে তারেক রহমান বলেন, দেশে ফেরার সময় লন্ডন এয়ারপোর্টে যেন দলীয় নেতাকর্মীরা ভিড় না করেন। তিনি এ বিষয়ে বিশেষভাবে অনুরোধ জানান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের।
তারেক রহমান বলেন,
“প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সঙ্গে আমার দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক। এই সময়ে অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়েছে, ভাগ করে নিয়েছি সুখ–দুঃখের অনেক স্মৃতি। বিশেষ করে যুক্তরাজ্যে থাকা ইয়াং জেনারেশনের প্রতি আমার একটি অনুরোধ—ইনশাল্লাহ আগামী ২৫ তারিখে আমি দেশে যাচ্ছি। সেদিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না।”

তিনি আরও বলেন, এয়ারপোর্টে ভিড় হলে অপ্রয়োজনীয় হট্টগোল তৈরি হবে এবং এতে প্রবাসী বাংলাদেশিদের পরিচয় প্রকাশ পাবে, যা দেশের ভাবমূর্তির জন্য নেতিবাচক হতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলেন,
“যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেবো তারা দল ও সর্বোপরি দেশের সম্মানকে অগ্রাধিকার দিয়েছেন।”
বক্তব্যের শেষাংশে তারেক রহমান নিজের জন্য এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।