২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে ইতিহাসের সর্বোচ্চ ৫ কোটি মার্কিন ডলার পাবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১০ কোটি ৬০ লাখ টাকা। বুধবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই রেকর্ড পুরস্কার কাঠামোর ঘোষণা দেয়।
ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের জন্য মোট পুরস্কার তহবিল নির্ধারণ করা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এই অঙ্ক প্রায় ৭ হাজার ৯৯৮ কোটি ৯৩ লাখ টাকা, যা ২০২২ কাতার বিশ্বকাপের ৪৪ কোটি ডলারের পুরস্কার তহবিলের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
এবারের বিশ্বকাপ ফুটবল ইতিহাসে একাধিক দিক থেকে ব্যতিক্রমী হতে যাচ্ছে। এই প্রথম তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে এবং প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দল। আগের আসরগুলোতে যেখানে ৩২টি দল অংশ নিত, সেখানে দলসংখ্যা বাড়ায় ম্যাচ ও প্রতিযোগিতার পরিসরও উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হবে।

পুরস্কারের বণ্টনেও এসেছে বড় পরিবর্তন। শিরোপাজয়ী দলের পাশাপাশি রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার, আর রানার্সআপ ফ্রান্সের প্রাপ্তি ছিল ৩ কোটি ডলার।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রতিটি দলকে দেওয়া হবে ৯০ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৯ কোটি ৯০ লাখ টাকা। এর পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারী দল প্রস্তুতি ব্যয়ের জন্য অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে বলে জানিয়েছে ফিফা।
বিশ্বকাপের পরিসর ও পুরস্কার দুই দিক থেকেই ২০২৬ আসর ফুটবল ইতিহাসে নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।