ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টির (আইএল টি–টোয়েন্টি) চলতি আসরে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। নিয়মিত একাদশে সুযোগ পাওয়ার পাশাপাশি তাঁর বোলিং পারফরম্যান্স তাঁকে টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় জায়গা করে দিয়েছে।
গতকাল শারজাহ ওয়ারিওয়ার্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের বড় জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজ। শারজাহতে অনুষ্ঠিত ওই ম্যাচে দুবাই ক্যাপিটালস ৬৩ রানের জয় পায়।
বাঁহাতি এই পেসার দুই ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট। ইনিংসের শুরুতেই জনসন চার্লসকে আউট করে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তিনি। পরে ১৬তম ওভারে রশিদ খানের উইকেট তুলে নিয়ে নিজের দ্বিতীয় শিকার পূর্ণ করেন মুস্তাফিজ।
এই ম্যাচের দুটি উইকেটসহ টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে মুস্তাফিজের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১১টি। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন এবং সেরা বোলারের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছেন।
উইকেট তালিকার শীর্ষে আছেন মুস্তাফিজেরই সতীর্থ আফগান স্পিনার ওয়াকার সালমানখিল, যিনি ৭ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। তাঁর পরেই দ্বিতীয় স্থানে আছেন অজয় কুমার, উইকেট সংখ্যা ১২।
চলতি ফর্ম ধরে রাখতে পারলে আইএল টি–টোয়েন্টির এবারের আসরে মুস্তাফিজের সামনে সেরা বোলার হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠছে—এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।