ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম বসতে যাচ্ছে ১৬ ডিসেম্বর। তার আগেই আলোচনার জন্ম দিয়েছে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আয়োজিত একটি মক নিলাম। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই প্রতীকী নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান চড়া দামে বিক্রি হয়েছেন।
মক নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। পেসারদের ক্যাটাগরিতে তার নাম ওঠার সঙ্গে সঙ্গেই আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। শুরুতে ২ কোটি রুপিতেই তাকে দলে নেওয়ার পথে ছিল বেঙ্গালুরু। তবে শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় নামে টিম চেন্নাই। এরপর দুই দলের মধ্যে শুরু হয় দরকষাকষি।
দাম বাড়তে বাড়তে একপর্যায়ে পৌঁছে যায় ৩ কোটি ৫০ লাখ রুপিতে। এই পর্যায়ে চেন্নাই আর আগ্রহ না দেখালে সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে নিজেদের দলে ভেড়ায় টিম বেঙ্গালুরু।

উল্লেখ্য, আইপিএলের মূল নিলামেও মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল মিনি নিলামে এই সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে মুস্তাফিজসহ মোট ৪০ জন ক্রিকেটার আছেন।
মুস্তাফিজ ছাড়াও এবারের আইপিএল নিলামের তালিকায় রয়েছেন আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।