আইপিএলের আসন্ন মিনি নিলামের জন্য এবার রেকর্ড ১,৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। এদের মধ্যে ৪৫ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি, আর এই তালিকায় আছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ১ কোটি রুপি নির্ধারিত হয়েছে।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য মতে, নিবন্ধনের শেষ দিন ৩০ নভেম্বর পার হওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিবন্ধিত খেলোয়াড়দের পূর্ণ তালিকা পাঠিয়েছে। ১০টি দল মিলে সর্বোচ্চ ২৫ জন করে খেলোয়াড় রাখতে পারবে স্কোয়াডে। এবার নিলামে দলে নেয়ার মতো মোট ৭৭টি জায়গা ফাঁকা রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়দের জন্য।
ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে তাদের পছন্দের তালিকা পাঠাবে, এরপর সেই তালিকার ভিত্তিতে চূড়ান্ত শর্টলিস্ট করবে আইপিএল কর্তৃপক্ষ। শর্টলিস্ট জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর। আর এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আবুধাবিতে।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ভারতের মাত্র দুজন
২ কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায় ভারতের ক্রিকেটার আছেন মাত্র দুজন—
- ভেঙ্কটেশ আইয়ার
- রবি বিষ্ণোই
বাকি ৪৩ জনই বিদেশি ক্রিকেটার। এবার ১৪টি দেশের ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। প্রচলিত ক্রিকেট খেলুড়ে দেশের পাশাপাশি মালয়েশিয়া থেকেও একজন ক্রিকেটার—টি–টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের রেকর্ডধারী বীরানদীপ সিং—নাম নিবন্ধন করেছেন।
নিলামের সম্ভাব্য আকর্ষণ ক্যামেরন গ্রিন
ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণ, এবারের নিলামের বড় আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস–অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চোটের কারণে তিনি গত মেগা নিলামে অংশ নেননি।

সবচেয়ে বড় বাজেট থাকা দুই ফ্র্যাঞ্চাইজি—
- কলকাতা নাইট রাইডার্স (৬৪.৩ কোটি রুপি)
- চেন্নাই সুপার কিংস (৪৩.৪ কোটি রুপি)
তাঁর জন্য বিড করতে পারে। আন্দ্রে রাসেলের আইপিএল বিদায়ের পর গ্রিনকে দিয়ে তার জায়গা পূরণ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ক্রিকেট বিশ্লেষকেরা।
বড় অনুপস্থিতি: গ্লেন ম্যাক্সওয়েল
নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় অনুপস্থিত সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। তিনি এবারের মিনি নিলামে অংশ নিচ্ছেন না।

আইপিএল মিনি নিলাম ঘিরে এরই মধ্যে ক্রিকেটবিশ্বে তুমুল আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে বাজেট সমৃদ্ধ ফ্র্যাঞ্চাইজিরা এবার কোন তারকাদের দলে ভেড়ায়, তার দিকেই নজর থাকবে সবার।