জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সোমবার সকালে উপকূলীয় এলাকায় ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশটির আবহাওয়া অধিদফতর (জেএমএ) জানিয়েছে—কোথাও কোথাও তিন মিটার পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
জেএমএর দেওয়া তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে, আর এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার। শক্তিশালী কম্পনে উত্তর ও পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। বিশেষ করে হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য জারি করা হয় সুনামি সতর্কতা।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, আওমোরিতে কম্পনের তীব্রতা জাপানের স্কেলে ‘আপার ৬’–এ পৌঁছে যায়। এই মাত্রার ভূমিকম্পে দাঁড়িয়ে থাকা বা হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে, ভারী আসবাব উল্টে যায় এবং ঘরবাড়ির দেয়াল ও কাচ ক্ষতিগ্রস্ত হয়।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি বলে জানিয়েছে তোহোকু ইলেকট্রিক পাওয়ার ও হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার। তবে তোহোকু ইলেকট্রিক জানিয়েছে, হাজারও গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
রেল যোগাযোগেও প্রভাব পড়েছে। ইস্ট জাপান রেলওয়ে কিছু ট্রেন চলাচল স্থগিত করেছে নিরাপত্তার স্বার্থে। এই একই অঞ্চলেই ২০১১ সালে আঘাত হেনেছিল ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্প ও সুনামি।
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপানে প্রায় প্রতি পাঁচ মিনিটেই অনুভূত হয় কম্পন। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে বিশ্বের ৬.০ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্পই ঘটে এই দেশে।