জাপানে অবশেষে বাজারে এসেছে মানুষের জন্য তৈরি বিশেষ ওয়াশিং মেশিন—যন্ত্রে ঢুকে গোসলের মতো পরিষ্কার হওয়ার অনন্য প্রযুক্তি। ওসাকায় অনুষ্ঠিত সর্বশেষ ওয়ার্ল্ড এক্সপোতে প্রথম প্রদর্শনের পর এবার এটি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছে।
জাপান টাইমস–এর তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে মাত্র ৫০টি মেশিন তৈরি হবে। প্রতিটির মূল্য প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার। ওসাকার একটি হোটেল ইতোমধ্যেই তাদের অতিথিদের ব্যবহারের জন্য যন্ত্রটি কিনে ফেলেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি রিসোর্ট কোম্পানিও আগ্রহ দেখিয়েছে।
উদ্ভাবক সংস্থা ‘সায়েন্স’ জানায়, ব্যবহারকারী ক্যাপসুল–আকৃতির মেশিনে প্রবেশ করে ঢাকনা বন্ধ করলেই স্বয়ংক্রিয়ভাবে ধোয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে এটি পোশাক ধোয়ার মতো ঘোরানো বা কাচাকাচি করার পদ্ধতি নয়। বরং অত্যন্ত সূক্ষ্ম জলকণা ও মাইক্রো–বুদবুদের মাধ্যমে পুরো শরীর পরিষ্কার, জীবাণুমুক্ত ও সতেজ করা হয়।

সুরক্ষা নিশ্চিত করতে মেশিনের ভেতরে সেন্সর ব্যবহার করা হয়েছে, যা হৃদস্পন্দনসহ ব্যবহারকারীর বিভিন্ন শারীরিক সূচক পর্যবেক্ষণ করে। ধোয়ার পুরো সময় জুড়ে বাজে হালকা সুরের সঙ্গীত, প্রদর্শিত হয় শান্তিময় ভিডিও বা ছবি—ব্যবহারকারীর মানসিক প্রশান্তির জন্য। ধোয়া শেষে স্বয়ংক্রিয়ভাবে শরীরও শুকিয়ে দেয় মেশিনটি, ফলে আলাদা করে তোয়ালে ব্যবহারের প্রয়োজন পড়ে না।
মানুষ ধোয়ার যন্ত্র তৈরির ধারণা নতুন নয়। ১৯৭০-এর দশকের ওয়ার্ল্ড এক্সপোতে এই কনসেপ্ট প্রথম প্রদর্শিত হয়েছিল। সেই পুরোনো ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছে ‘সায়েন্স’। প্রযুক্তির এই নতুন দিগন্ত ভবিষ্যতের ব্যক্তিগত পরিচর্যা–ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।