ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে সচল থাকা কোনো মোবাইল ফোনই বন্ধ করা হবে না। এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ডিসেম্বর এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির সঙ্গে বৈধ মোবাইল আমদানিতে শুল্কহার কমানোর বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে—১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানিকৃত কিন্তু বৈধ IMEI–যুক্ত স্টক ফোনগুলোর আইএমইআই নম্বর বিটিআরসিতে জমা দিলে হ্রাসকৃত শুল্কে সেগুলো বৈধ করার ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্লোন বা রিফারবিশড ফোন কোনোভাবেই এই সুবিধার আওতায় আসবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)। এর মাধ্যমে বৈধ IMEI নম্বর ছাড়া কোনো হ্যান্ডসেট আর সক্রিয় করা যাবে না। অবৈধ আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন ফোন নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে দেশের বাজারে বিদেশের পুরোনো ফোন এনে কেসিং পরিবর্তন করে বিক্রির যে অনিয়ম চলছে, সেটিও বন্ধ করা হবে।
ভোক্তাদের নিজেদের ব্যবহৃত ফোন বৈধ কি না যাচাই করতে বলা হয়েছে। যাচাইয়ের নিয়ম: মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করে IMEI সংগ্রহ করতে হবে। এরপর ১৬১৬১ নম্বরে ডায়াল করে অটোমেটিক বক্সে ১৫ সংখ্যার IMEI লিখে পাঠালে ফিরতি বার্তায় ফোনটির বৈধতা জানানো হবে। এছাড়া বিটিআরসির ওয়েবসাইটের ‘Verify IMEI’ অপশনে গিয়ে অনলাইনেও যাচাই করা যাবে ফোনটি Valid, Invalid নাকি Clone।
মন্ত্রণালয় বলছে, NEIR চালুর উদ্দেশ্য দেশের মোবাইল বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ ডিভাইস ব্যবহারের ঝুঁকি দূর করা।